ঈশ্বরদীতে করোনা ভাইরাস প্রতিরোধে মসজিদে মসজিদে (ওসি)বাহাউদ্দীন ফারুকীর সচেতনতামুলক প্রচার।

প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২০ প্রিন্ট করুন

মোঃশামীম উদ্দিন (ঈশ্বরদী)পাবনা: করোনা ভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। ইতিমধ্যে এর প্রভাব বিস্তার করতে শুরু করেছে বাংলাদেশেও।

গত ৬ এপ্রিল প্রাণঘাতী করোনা ভাইরাস বিস্তার রোধে সর্বসাধারণকে ইবাদত/উপাসনা নিজ নিজ ঘরে পালনের নির্দেশ দিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়।

ওয়াক্ত নামাযে সর্বোচ্চ ৫ জন এবং জুম্মার নামাজে সর্বোচ্চ ১০ জন জামায়াতের ও নির্দেশ দেওয়া হয়।

কিন্তু সাধারন মুসলমানরা পুরোপুরি সে নির্দেশ না মানায় ৮ এপ্রিল (বুধবার) ঈশ্বরদীর বিভিন্ন মসজিদে মসজিদে যান ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বাহাউদ্দীন ফারুকী বিপিএম পিপিএম।

ইসলামের পাঁচটি স্তম্ভের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপানের মাধ্যমে নিজে প্রকৃত মুমিন বান্দা হিসেবে তৈরী করতে এবং করোনা ভাইরাস বিস্তার রোধে কোরআন হাদিসের আলোকে বিভিন্ন দিকনির্দেশনা দেন মুসল্লিদের।

এসময় ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম ব্যাতিত সাধারন মুসলিমদের আগামী ২ সপ্তাহ বাড়িতে নামাজ পড়তে অনুরোধ করে তিনি বলেন বাড়িতে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানবজাতিকে রক্ষায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।

করোনা বিস্তারের মাধ্যম যেন মসজিদ এবং সাধারন মুসল্লি না হয়, সেজন্যই সবাইকে সতর্কতা অবলম্বন করতে তিনি।

তিনি আরও বলে করোনা সংক্রমন শেষ হলেই আবার সকলে মসজিদে নামাজ পড়তে পারবেন তাই এ দুই সপ্তাহ নিজের পরিবার ও প্রতিবেশীদের নিরাপত্তার জন্য সবাইকে সচেতন হতে হবে।